দেওয়ানগঞ্জে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে কর্মরত স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করা হয় দেওয়ানগঞ্জ পৌর এলাকার একটি স্থানীয় মিলনায়তনে।

সভায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নানান প্রতিবন্ধকতা, স্থানীয় সমস্যা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা সংবাদপেশাকে আরও দায়িত্বশীল, নৈতিক ও জনগণমুখী করার প্রত্যয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি মদনমোহন ঘুষ। সভায় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। তাই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ জন বিশিষ্ট ব্যক্তির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় দৈনিক সমকাল দেওয়ানগঞ্জ প্রতিনিধি আবদুর রাজ্জাক মিকা, যুগ্ম আহ্বায়ক চ্যানেল এস টিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি ফারুক মিয়া এবং দৈনিক ভোরের কাগজ এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল ও নজরুল ইসলামকে। এক নাম্বার সদস্য সচিব করা হয় দৈনিক সংবাদ পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সামছুল হুদা রতনকে।

পরিশেষে আগামীতে নিয়মিতভাবে এমন মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন