নিজস্ব প্রতিবেদক, মোঃ জালাল উদ্দিন : সিলেট বিভাগের চায়ের রাজধানী খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গলে যাত্রীদের অপেক্ষার সময় বই পড়ে কাটানোর সুযোগ করে দিতে রেলওয়ে স্টেশনে চালু হলো “পাঠক কর্নার”।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে স্টেশনে বুক স্টলটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “রেলস্টেশনে যাত্রীদের সময় কাটানোর জন্য এমন একটি উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এটি জ্ঞানচর্চার পাশাপাশি পড়ুয়া সংস্কৃতি গড়তে সহায়ক হবে।”
“পাঠক কর্নার” এ বিভিন্ন ধরনের বই যাত্রীরা পাঠ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য স্টেশনেও এমন উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
Tags
শ্রীমঙ্গল
