বাঙ্গরায় নিখোঁজের ৬দিন পর পুকুর থেকে শিশুর গলিত লাশ উদ্ধার


হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আদিবা জাহান মীম (নার্সারিতে পড়ুয়া) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে সীমানার পাড় গ্রামের আবু হানিফ মিয়ার মেয়ে। ধারনা করা হচ্ছে, তাকে হত্যা করে সীমানা পিলার গলায় বেধেঁ পুকুরে ফেলে দেয়। শিশুটির গলায় আঘাতের চিহ্ন থাকায় এলাকাবাসী এটিকে একটি পরিকল্পিত হত্যাকাÐ বলে দাবি করছে।

জানা যায়, উপজেলার সীমানারপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে আদিবা জাহান মীম গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে নিখোঁজ হয়। এই ঘটনায় তার বাবা হানিফ মিয়া পরদিন শনিবার বাঙ্গরা বাজার থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের সময় তার গলায় একটি সীমানা পিলার বাধাঁ ছিল। খবর পেয়ে তার স্বজনরা এসে লাশটি মীমের বলে সনাক্ত করেন। সে দৌলতপুর মাদ্রাসায় নার্সারিতে অধ্যয়নরত ছিল। মেয়ের লাশের খবর পেয়ে মা জান্নাত আক্তারসহ আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা নেওয়ার জন্য তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন