নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নারীসংক্রান্ত একটি ঘটনার অভিযোগে আওয়ামী লীগ নেতা মোমিন আকন্দকে আটক করে স্থানীয় লোকজন। পরে কোনো প্রমাণ না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাকে মুক্তি দেওয়া হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া মোমিন আকন্দ চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, নারীসংক্রান্ত একটি ঘটনার সন্দেহে এলাকাবাসী মোমিন আকন্দকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। পরে উপস্থিত জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে কোনো সাক্ষ্য বা প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে ওই এলাকার ইউপি সদস্য ও যুবদল নেতা বাবুল আক্তার বলেন, “ঘটনার সত্যতা না পাওয়ায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। যদি প্রমাণ মিলত, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।”
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য ও ভিডিও ছড়িয়ে পড়ে। তদন্তে জানা যায়, ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন হতে পারে। এলাকাবাসীসহ ওই নারীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানান, মোমিন আকন্দকে হেয় করার উদ্দেশ্যে এই প্রচার চালানো হয়েছে।
অভিযুক্ত নারী বলেন,তিনি আমার বাবার বয়সী মানুষ। আমার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি সাধারণ পরিবারের মেয়ে, আমার মা ঢাকায় গার্মেন্টসে কাজ করেন,তাই বলে আমাদের সম্মান নেই এমনটা নয়। এই মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানাই।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোমিন আকন্দ বলেন,আমাকে পূর্ব শত্রুতা জের ধরে হেয় করার জন্য মিথ্যা ঘটনায় জড়ানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
