এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলার মান্দা উপজেলার ভালাইন গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রায় ৫ বিঘা ধানের জমিতে বিষ প্রয়োগ করে বিনষ্ট করেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ভ্যালাইন ইউনিয়নের দক্ষিন ভ্যালাইন গ্রামের মৃত নাছের উদ্দীন মন্ডল ছেলেরা শফিউদ্দীন গং তাদের ক্রয়কৃত সম্পত্তি খাজনা,খারিজ সম্পর্ন করে প্রায় ৬০ বছর ধরে ভোগ দখল করে আসছে। তারা সবাই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় চাকরীরত থাকার কারণে, সেগুলো দেখাশুনার দ্বায়িত্ব দিয়েছে তাদের ভাগিনা গোলাম রাব্বানীকে। প্রায় ৫ বছর আগে থেকে পার্শবর্তী পাঘা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শাহীন আলম গোলাম রাব্বানীর কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এবং জমি-জমার মালিককে টাকা দেওয়ার জন্য বার বার চাপ প্রয়োগ করে। গোলাম রাব্বানী বিষয় গুলো তার মামাকে জানালে,তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে। চিসকে সন্ত্রাসী শাহীন আলম বিভিন্ন অজুহাত দেখিয়ে,সেগুলো তার জমি বলে দাবী করে। এক পর্যায়ে চাঁদা না পেয়ে, প্রায় এই ৫ বিঘা জমিতে বিষ প্রয়োগের হুমকিও দেয় এবং রাতের আঁধারে বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ধান নষ্ট করে দেয়। এ নিয়ে শালিশে বসে আর এমন কাজ করবে না বলিলে,সেসময় আর মামলা মকর্দমা করে নাই। পরের বছর আবারও চাঁদার টাকা দাবী করে,টাকা না পেয়ে, সে আবারও বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ধান নষ্ট করে দেয়। এ বিষয়ে,,,,,,, বাদী হয়ে নওগাঁ কোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শাহীন আলম দীর্ঘদিন পলাতক থেকে চলতি অক্টোবর মাসের ৭ তারিখে জামিন নেয়। বর্তমান আমন মৌসুমে ধান আর মাত্র ২০/২২ দিন হলেই ধান গুলো কেটে ঘরে তুলতো। এমন সময় শাহীন আলম রাতের আঁধারে গত (২৬অক্টোবর) আবারও প্রায় ৫ বিঘা জমিতে বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ধান নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীসহ এলাকাবাসী। এই একজন সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, বার বার একই ধরনের ক্ষতি করা একজন মানুষের কাজ হতে পারে না। এটি শুধু ব্যক্তির ক্ষতি নয়,দেশেরও ক্ষতি বটে। ভুক্তভোগী সহ স্থানীয় সকলে এই সন্ত্রাসীর সঠিক বিচারের দাবী জানান।
