মাহবুব রহমান (সাগর )
বিশেষ প্রতিনিধি
ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাসকে বিজয়ী করতে মাঠে তরুণরা — “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগানে মুখর মুগদা
ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ১৭ অক্টোবর ,শুক্রবার সন্ধ্যা ৬ টায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মুগদা থানা বিএনপির উদ্যোগে।
মিছিলটি বিকেলে মুগদা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচ্ছ্বাসপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন সাবেক সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বর্তমান মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন (ইসমাইল)।
এসময় তিনি বলেন,
ঢাকা-৯ আসনের সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মাননীয় সভাপতি আফরোজা আব্বাসকে বিজয়ী করতে আমরা মাঠে নেমেছি।
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এটাই এখন আমাদের অঙ্গীকার।”
মিছিলে এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে তারা “গণতন্ত্র মুক্তি চাই, ধানের শীষের জয় হোক” এবং “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” — এমন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মুগদা এলাকা।
সমাবেশে বক্তারা বলেন,
ধানের শীষ বাংলাদেশের জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। বিএনপি শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।
মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন আরও বলেন,
আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য একটাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের জয় নিশ্চিত করা।”
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, মুগদা ও আশেপাশের এলাকায় তরুণ ভোটারদের মধ্যে আফরোজা আব্বাসের প্রতি ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের প্রথম ভোটেই ধানের শীষের বিজয় শুরু হবে।

