দেওয়ানগঞ্জে যমুনা নদীতে অভিযান: ৫ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস


ফারুক মিয়াঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ফুটানি বাজার নৌঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিউল আলম জানান, বর্তমানে মা ইলিশ ও ঝাটকা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। মৎস্য সম্পদ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এর আগে ফুটানি বাজার নৌ ঘাট সংলগ্ন মাঠে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ন ম আশরাফুল কবির, জেলা মৎস্য কর্মকর্তা, জামালপুর।

সভায় সভাপতিত্ব করেন, মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, দেওয়ানগঞ্জ, জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোখলেসুর রহমান, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, জামালপুর, ড. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দেওয়ানগঞ্জ।

এছাড়া বাহাদুরাবাদ নৌ থানার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম।

সভায় ৮টি ইউনিয়নের জেলে প্রতিনিধি, আড়ৎদার, মাছ ব্যবসায়ী, ইলিশ আহরণে সংশ্লিষ্ট জেলেগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিউল আলম, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ সাদ্দাম হোসেন।

পরবর্তীতে বিকেলে যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান।

অভিযান চলাকালে নদী এলাকা জুড়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং অবৈধ জাল ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণে এই অভিযান আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলমান অভিযানে স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন