এ.বি.এম.হাবিব :
নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৈনম বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সম্মানিত বিদায়ী শিক্ষকদের সম্মাননা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে আবেগঘন অনুষ্ঠান বিদায়ী সম্মানিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন।
এ অনুষ্ঠানের আয়োজন করেন, মৈনম বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্র,যাহারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত "পাবলিকিয়ান পরিবার" নামের একটি সংগঠন।
এই বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ থেকে এই পরিবারটি নিয়মিত আয়োজন করে আসছেন ইফতার মাহফিল, বৃক্ষরোপণ, এবং নানা উন্নয়ন মুলক সামাজিক কর্মকাণ্ড।
এই অনুষ্ঠান ছিল তাদের, সবচেয়ে গর্বিত ও হৃদয়স্পর্শী আয়োজন। অনুষ্ঠানের মূল পর্বসমূহ ছিল বিদায়ী চারজন সম্মানিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা। সম্মানিত ও শ্রদ্ধাভাজন এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ স্যার, হাবিবা বানু ম্যাডাম, রঘুনাথ কবিরাজ স্যার,দানেশ উদ্দীন স্যারকে সম্মাননা স্বারক প্রদান করা হয় "পাবলিকিয়ান পরিবার" এর পক্ষ থেকে। তার সঙ্গে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ হৃদয়স্পর্ষী অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক শিক্ষকদের বক্তব্যে একটি আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় উক্ত অনুষ্ঠানে।
পাবলিকিয়ান পরিবারের মধ্যে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, এই স্কুলেরই সাবেক মেধাবী ছাত্র এবং ১৯৮০ সালে মান্দা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ও সে সময় ৪ বিষয়ে লেটার নিয়ে ফাস্ট ডিভিশন পাশ করা ছাত্র, যাহা সে সময় শিক্ষকদের স্নেহের মধ্যমনি ছিলেন, প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা,সিনিয়র কনসালটেন্ট, এলজিইডি সদর দপ্তর। চেয়ারম্যান,আইইবি,রাজশাহী কেন্দ্র। দেওয়ান রেজাউল করিম। সাবেক সাধারন সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি, মান্দা, উপজেলা।
মোঃ রেজাউল করিম, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি। মীর সুজন আলী, প্রভাষক, নিয়ামতপুর সরকারি কলেজ। মীর শওকত, সাবেক ব্যাংকার। মোঃ ফারক হোসাইন, কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসি। শরিফুল ইসলাম, কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসি। মোঃ মাহবুব হোসেন, প্রভাষক, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, মহাদেবপুর।
সবুজ কুমার, খুলনা প্রৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারিকুল তিতাস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবরার উদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মনিরা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে প্রজন্মান্তরের সংযোগ, শ্রদ্ধা, স্মৃতি,স্বপ্ন আবেগঘন মুহূর্ত। "আমাদের শিকড়, আমাদের গর্ব"—এই স্লোগানকে ধারণ করে আয়োজনটি হয়ে ওঠে বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা ও নতুন প্রজন্মের প্রতি দায়িত্ববোধের এক অনন্য প্রকাশ। সাবেক ছাত্র-ছাত্রীরা বিদায়ী সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
