মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা :
তওহীদভিত্তিক ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেজবুত তওহীদ নেত্রকোনা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক সম্পাদক মো. রিয়াদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. এনামুল হক বাপ্পা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ সরকার।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন। এছাড়া বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা সভাপতি মো. সাইকুল ইসলাম, সদর উপজেলার নারী নেত্রী খাদিজা খাতুন ও কেন্দুয়া উপজেলার নারী নেত্রী জীবনা আক্তার।
আলোচকরা বলেন, সঠিক তথ্য উপস্থাপন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণসচেতনতা তৈরির মাধ্যমে সমাজ পরিবর্তনে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। ন্যায়ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
