পটিয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল এয়াকুব আলী
![]() |
| পটিয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। |
চট্টগ্রামের পটিয়ায় পবিত্র ফাতেহা-ই- ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকায় ইক্বরা কোচিং সেন্টার ও এলাকাবাসীর আয়োজনে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী। তিনি বলেন, ফাতেহা-ই- ইয়াজদাহুম মুসলমানদের আত্মশুদ্ধির এক মহামহিম দিন। এ দিন আমাদেরকে মহানবী (স.)-এর জীবনাদর্শ ও আউলিয়া কেরামের পথ অনুসরণের শিক্ষা দেয়। বর্তমান সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য এ ধরনের মাহফিলের গুরুত্ব অপরিসীম।
এ রাজনীতিবিদ আরও বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের স্মরণ করা ও তাঁদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফাতেহা-ই-ইয়াজদাহুম আমাদেরকে দোয়া, জিকির এবং সৎকর্মে উদ্বুদ্ধ করে। আজকের সমাজে নৈতিক অবক্ষয় দূর করতে আউলিয়া কেরামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে। ইসলামের সত্যিকার রূপ প্রচার-প্রসারে উলামায়ে কেরাম ও তরুণ প্রজন্মকে একসাথে কাজ করতে হবে।
মাহফিলে সভাপতিত্ব করেন মুহাম্মদ আবু তৈয়ব মাস্টার এবং সঞ্চালনা করেন শফিউল হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম এবং গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী।
মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবু ইউসুফ তাহেরী, মাওলানা জামাল উদ্দিন রব্বানী, মাওলানা নুর সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ হোসাইন ও মাওলানা ফরিদুল আলম।
মাহফিলে আলোচকেরা বলেন, ফাতেহা-ই-ইয়াজদাহুম হচ্ছে মহান আউলিয়া কুতুবুল আউলিয়া হযরত গাউছুল আজম হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস। মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে তাঁর অবদান অতুলনীয়। তিনি মানুষকে তওবা, জিকির, সৎকর্ম ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। আজকের দিন আত্মশুদ্ধি ও শিক্ষা গ্রহণের দিন। গাউছুল আজম (রহ.) সারা জীবন মানুষকে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা মুসলিম সমাজে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি
