আবু সাঈদ চৌধুরী:
রাজধানী ঢাকার অতি নিকটে রূপগঞ্জের দাউদপুরে রয়েছে নয়নাভিরাম লাল শাপলার বিল। ঢাকার আশপাশে এত বড় লাল শাপলার বিল আর কোথাও নেই। প্রায় ৯০০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই শাপলা বিল। শুধু লাল শাপলা নয়, এখানে পদ্মফুলও রয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে মাত্র ৪০ মিনিটের পথ। সকালে গিয়ে দুপুরেই ফিরে আসা যায় এই অপার সৌন্দর্য উপভোগ করে।
দাউদপুরের জিন্দা পার্ক থেকে মাত্র ৫ মিনিট দূরেই শুরু হয় শাপলা বিল। মূলত শাপলা বিলকে কেন্দ্র করে ‘শাপলা রিসোর্ট’ নামে দুটি স্পট গড়ে উঠেছে। প্রথম স্পটে শাপলার সংখ্যা কম হলেও দ্বিতীয় স্পটে রয়েছে অসংখ্য শাপলা। স্থানীয় লাউয়াল ও আড়িয়াল বিলের ৯০০ বিঘা জমিতে ফোটে এই শাপলা ফুল। লাল শাপলার পাশাপাশি সাদা ও বেগুনি শাপলাও দেখা যায়, যদিও সংখ্যায় তারা অনেক কম। এখানেই রয়েছে পদ্মফুলের সমারোহ।
কথা প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন বলেন, বর্ষার চার মাস এখানে লাল শাপলা ফোটে। লাউয়াল, আড়িয়াল ও পুরাকুরা বিলে প্রায় হাজার বিঘা জমিতে ফোটে এই শাপলা।
তিনি আরও বলেন, পর্যটকদের ঘোরানোর জন্য তাঁর রিসোর্টে ৬টি নৌকা রয়েছে। এসব নৌকার প্রতি ঘণ্টার ভাড়া ৩০০ টাকা। তবে শাপলা বিল দেখতে হলে সকাল ৭টার মধ্যে পৌঁছাতে হয়, কারণ সকাল ৯টার পর ফুলগুলো বন্ধ হয়ে যায়।
Tags
রূপগঞ্জ
