স্টাফ রিপোর্টার :
রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে মাদক কারবারিদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুগদা থানার মদিনাবাগ এলাকার ময়লার বস্তির পেছনে এই ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৮টার দিকে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।”
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “এসআই রাসেল নিয়মিত মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। মাদক কারবারিরা পেছন থেকে বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।”
তিনি আরও বলেন, আহত এসআইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি।’
কারা হামলা চালিয়েছে— সে বিষয়ে জানতে চাইলে ওসি সাজেদুর রহমান বলেন, “আমরা প্রথমে সহকর্মীর জীবন বাঁচাতে হাসপাতালে আনার দিকে মনোযোগ দিয়েছি। এখন চিকিৎসা চলছে। পরে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
