জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রামপুরা নিবাসী মো. ওয়াজেদ আলী খোকা মিয়ার দুই ছেলে সুজন ও নাদুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দ।
অভিযোগ রয়েছে, সুজন ও নাদু দীর্ঘদিন ধরে এলাকায় চোরাকারবার, মাদক সেবন ও বি?ক্রি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “সুজন ও নাদুর অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ দাবির প্রেক্ষিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
