নাগরপুরে বিজয়া দশমী অনুষ্ঠিত


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হল বিজয়া দশমী। বৃহস্পতিবার বিকেলে নাগরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে পূজারিরা সমবেত হন নাগরপুর সরকারি কলেজ মাঠে। সেখানে আনন্দ উল্লাসে মেতে উঠেন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ। আগামীতে মা দূর্গাকে আসার আহবান জানিয়ে রাত ৮ দিকে একের পর এক প্রতিমা বিসর্জন দেন পূজারী ও ভক্ত বৃন্দরা।

পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

এ সময় ক্যাম্প কমান্ডার মেজর শাহিন কবির শুভ, টাঙ্গাইল জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৌফিক ইসলাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন ও পূজারীসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন