ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ


মো. লুৎফর রহমান (খাজা শাহ্) : ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালের সহিংসতায় ১৬ জন নিহতের ঘটনায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গতকাল রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তাদের অভিযোগ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে, তা ছিল সাংগঠনিকভাবে পরিকল্পিত। তারা দাবি করেন, ঐ সময়ে আওয়ামী লীগ সরকারদলীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্ররোচনায় এ ঘটনার সূত্রপাত হয়, যাতে প্রাণ হারান ১৬ জন।

বক্তারা তার ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বলেন, “আলেমদের রক্তে যিনি হাত রাঙিয়েছেন, তার বিচার এড়িয়ে যাওয়া চলবে না।”

উক্ত ঘটনায় তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমানকেও অভিযুক্ত করে তার বিচার দাবি করা হয়।


বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন জেলা হেফাজতের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেনসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন