বিশেষ প্রতিবেদক : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ অক্টোবর, শুক্রবার রাত ৯:৩০ এর দিকে শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর সংলগ্ন সখিনা পাম্পের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ইসলামপুরগামী রাস্তা থেকে একটি পিকআপ গাড়িসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মাদ্রাসাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (৩২), গাজীপুর জেলার জয়দেবপুর থানার মারিয়ালি কলাবাগান এলাকার রুহুল আমিন হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (৩৫) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বারধার এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. আবু তাহের (৪৫)।
পুলিশ জানায়, তল্লাশিতে পিকআপ গাড়ি থেকে ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। উদ্ধারকৃত শাড়িগুলো জব্দ করা হয়।
এক সাক্ষাৎকারে দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মো. লুৎফর রহমান (খাজা শাহ্) কে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা অবৈধভাবে ভারত থেকে এসব শাড়ি এনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে ৪ অক্টোবর, শনিবার সকালে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
