ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের মধ্যে ভি ডব্লিউবির চাল বিতরন


মো: গোলাম রব্বানী টিটু, শেরপুর প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতীতে ৪৩০  জন ও ৩১৫ জন হতদরিদ্র  নারীদের মাঝে জনপ্রতি ৬০  কেজি করে ভি ডব্লিউবির  চাল  বিতরন করা হয়েছে। 

 জুলাই এবং আগষ্ট মাস মিলে ২ মাসের  জন্যে প্রাপ্ত ৬০ কেজি করে চাল পান হতদরিদ্র  নারীরা। 

আজ সোমবার  ৬( অক্টোবর) সকাল ১০ ঘটিকায়, ৫নং  ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ ও  ৭নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের  সামনে থেকে সুষ্ঠু ভাবে এসব চাল বিতরন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ৭ নং মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক সহ ইউপি সদস্যরা।

৫ নং এবং ৭  ইউনিয়নের চেয়ারম্যানরা বলেন, মহিলা বিষয়ক অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে  ভিডব্লিউবির  আওতায় ২  ইউনিয়নের ৪৩০ এবং ৩১৫ জন হতদরিদ্র নারীর মাঝে জনপ্রতি দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন