কু‌মিল্লার সা‌বেক ভিপি জসিম আর নেই



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : 

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই।

গতকাল বৃহস্পতিবার দুপু‌র পৌনে একটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন। তিনি ভিপি জসিমের ভাবি।

সাবেরা আলাউদ্দিন ব‌লেন, ভিপি জসীম গত রোববার রাত ১১টায় কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগেও আক্রান্ত হন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

মৃত্যুকালে ভিপি জসিম উদ্দিন এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। আজ শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভিপি জসিম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন