স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের শকুনদের পাখনা কেটে দিতে হবে -আনিসুর রহমান


পটুয়াখী প্রতি‌নি‌ধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী সদর,দুমকি ও বাউফল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো:আনিসুর রহমান আনিস।

গত ১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ও ২ অক্টোবর সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে   এ পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"হিন্দু - মুসলিম মিলেই দেশে স্বাধীনতা যুদ্ধ সংঘটিত  হয়েছিল।স্বাধীনতার বিপক্ষের শক্তি  রাজাকার, আলবদররা আগামী নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। স্বাধীনতার বিপক্ষের শকুনদের পাখনা কেটে দিতে হবে।   আনিসুর রহমান আনিস বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম যার বাংলাদেশ  সবার—এই চেতনাতেই আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হচ্ছে জেনে আমি আনন্দিত। প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে খোঁজ নিচ্ছি, যাতে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকে।”

তিনি আরও জানান, জেলায় সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।তিনি দুমকী কেন্দ্রীয় সার্বজনীন পূজামন্ডপ,বাউফল কেন্দ্রীয় পূজা মন্ডপ,বগা সার্বজনীন পূজামণ্ডপ,মদনপুরা,আয়লা কুম্বখালী পূজামণ্ডপ,পটুয়াখালীর লোহালিয়া,প্রত্যাপপুরসহ ২০ টি মন্দির পরিদর্শন করেন।   

পরিদর্শনকালে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ -সভাপতি লায়ন মহিউদ্দিন ও মাহফুজুর রহমান সবুজ,কেন্দ্রীয় নেতৃী মীরা খান,  পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান ও সদস্যসচিব গোলাম কিবরিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক বদিউজ্জামান,যুগ্ম আহ্বায়ক রিয়াজ কাঞ্চন শহীদ,পটুয়াখালীর জেলা যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম,জেলা ছাএদল যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দুমকি ও বাউফল উপজেলার সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু-মুসলিম এলাকাবাসী, উপজেলা ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারাও মণ্ডপ পরিদর্শনে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন