সাপাহারে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর আয়োজনে মঙ্গলবাড়ী ফুটবল একাদশ বনাম নজিপুর ফুটবল একাদশের মধ্যকার খেলার মাধ্যমে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, নওগাঁ জেলা ছাত্রদল নেতা আবু হানিফ, যুবদল নেতা আবু সালেহ, সাপাহার ক্রীড়া একাডেমীর সদস্য সচিব আল আমিন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন