নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ ২৯ নভেম্বর ২০২৫ সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিকাল তিনটা থেকে গণসংযোগ করেন। তবে তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করার কারণে গণসংযোগ সংক্ষিপ্ত করে মসজিদের উদ্দেশে রওনা হন।
মাগরিবের পর সীতাকুণ্ড থানা জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং তাঁর আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা। তিনি দেশবাসীর কাছে, বিশেষ করে সীতাকুণ্ডবাসীর কাছে নেত্রীর দ্রুত আরোগ্য ও মুক্তির জন্য দোয়া কামনা করেন।
গণসংযোগ সংক্ষিপ্ত করে আজকের মূল আয়োজন ছিল এই দোয়া মাহফিল। আগামী দিনে তিনি সীতাকুণ্ড জুড়ে প্রচারণা আরও জোরদার করবেন।