কমলগঞ্জ টু সিলেট রুটে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস



  • ভানুগাছ থেকে সরাসরি সিলেট—যাত্রীসেবায় নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, মোঃ জালাল উদ্দিন : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ থেকে সিলেট পর্যন্ত নতুন বিআরটিসি (BRTC) বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুটে সরকারি বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তি।

রবিবার (০২ নভেম্বর ২০২৫) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুল কবির এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, বিএনপি নেতা মোঃ আবুল হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, যুবদল নেতা নোমান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, “সরকারি বাস সার্ভিস চালু হওয়ায় কমলগঞ্জ থেকে সিলেট যাতায়াত এখন হবে আরও সহজ ও সাশ্রয়ী। এটি জনগণের দীর্ঘদিনের দাবি ছিল, আজ তা বাস্তবায়িত হলো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “নতুন এই রুটে বিআরটিসি বাস চলাচল স্থানীয়দের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা জানান, নতুন এই সার্ভিস চালুর ফলে সিলেটগামী যাত্রীরা এখন আরও স্বল্প খরচে, নিরাপদ ও সময়সাশ্রয়ী ভ্রমণ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন