পেরোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করলেন মতিউর রহমান মতি


এসএম মিরাজ হোসাইন টিপুঃ

পেরোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি।

শনিবার জোহর নামাজের পর আলহাজ্ব মতিউর রহমান মতির সহধর্মিণী বেগম রোকেয়া রহমানে জানাজা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর   কার্যালয়ের সামনের নুরে মদিনা দাখিল মাদ্রাসায় মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমানের স্ত্রী বেগস রোকেয়া রহমান মৃত্যু বরণ করেন। 

স্ত্রীর জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন মতি। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি তার স্ত্রীর দোষগুণ ভুলে ক্ষমার আবেদন করেন। এসময় তিনি অঝোরে ধারায় কান্না করতে থাকেন। মতিউর রহমান মতি বলেন, ‘আমি ১০ মাস ধরে কারাগারে রয়েছি। এর ভেতর গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করেন। তাঁর সঙ্গে আমি ৩২ বছরের সংসার জীবন কাটিয়েছি। তিনি সব সময় আমাকে আগলে রেখেছেন। আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন