নওগাঁয় প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল,পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার


এ.বি.এম.হাবিব : নওগাঁয় প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখানোর অপরাধে পর্নোগ্রাফি মামলায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের রহমত আলীর ছেলে। বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ভুক্তভোগী গৃহবধু বগুড়া জেলার আদমদীঘি থানার বাসীন্দা। স্বামী সিঙ্গাপুর প্রবাসী। তিনি প্রতিমাসে স্ত্রীর কাছে মোবাইলে বিকাশ এর মাধ্যমে ৮০ থেকে ৯৫ হাজার টাকা পাঠাতেন। সামাজিক যোগাযোগ এর মাধ্যমে প্রায় ৬ মাস আগে আশরাফুল ইসলামের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী গৃহবধুর পরিচয় হয়। আশরাফুল এর সাথে মেসেঞ্জারে তিনি অডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে গৃহবধুকে ভিডিও কলে কথা বলতে অনুরোধ করেন আশরাফুল। এরপর থেকে তারা ভিডিও কলে কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে গৃহবধুর অশ্লীল ছবি স্কীনসর্ট নিয়ে রাখে। পরবর্তীতে গৃহবধুকে খোলামেলা পোশাকে কথা বলতে বাধ্য করে। এছাড়াও অশ্লীল ভিডিও ও ছবি ভিকটিমকে দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনেরও কুপ্রস্তাব দেয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেয়া গৃহবধূকে। অশ্লীল ভিডিও ছবি ফোন থেকে ডিলিট করে দেয়ার শর্তে আশরাফুলকে টাকা দিতে থাকে। কিন্তু অশ্লীল ভিডিও ও ছবি প্রদর্শনের ভয়ভীতি দেখিয়ে গত ৬মাসে বিভিন্ন সময়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা নেয় আশরাফুল। এক পর্যায়ে গৃহবধুর টাকা শেষ হয়ে গেলে টাকা দিতে পারবোনা বলে জানায়। এতে আশরাফুল ক্ষিপ্ত হয়ে গৃহবধুকে টাকার চাপ দিতে থাকে এবং অশ্লীল ভিডিও ও ছবি তার আত্মীয় স্বজন ও স্বামীকে দিবে বলে হুমকি দেয়।

পরবর্তীতে গৃহবধু টাকা দিতে ব্যর্থ হওয়ায় অভিযুক্ত আশরাফুল অশ্লীল ভিডিও ও ছবি তার স্বামীর ইমো নাম্বারে পাঠিয়ে দেয় এবং সংসারে অশান্তি সৃষ্টি করে। ঘটনায় গৃহবধু রোববার (৯ নভেম্বর)২০২৫ ইং তারিখে নওগাঁ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে সোমবার ভোরে শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন- গ্রেফতারকৃত আসামি আশরাফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন