লক্ষ্মীপুরে স্পিডবোট চালানোর আড়ালে ইয়াবা কারবার! মনির মাঝি ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ


লক্ষ্মীপুর প্রতিনিধি : ভোলা জেলার কালীগঞ্জ থেকে আসা মনির মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসা ও অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মনির মাঝি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকায় স্পিডবোট চালানোর নামে গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন।

অভিযোগ রয়েছে, মনির মাঝির পাশাপাশি তার দুই ছেলেও এই অবৈধ ব্যবসায় জড়িত। তারা স্পিডবোটের মাধ্যমে মাদকদ্রব্য পাচারসহ বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, মার্চ মাসের ১৫ তারিখ থেকে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত নদী উত্তপ্ত থাকার সময়েও তারা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবিরাম স্পিডবোট চালিয়ে থাকে। এতে নদীতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বেড়েছে, তেমনি নদীপথকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করার আশঙ্কাও প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

এছাড়া অভিযোগ রয়েছে, মনির মাঝি ও তার সহযোগীরা লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে বরিশাল পর্যন্ত যাতায়াতের সময় নিষিদ্ধ কারেন্ট জাল পরিবহন ও বিক্রয়ের সঙ্গেও যুক্ত।

স্থানীয় জনগণ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং মনির মাঝি ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন