সুন্দরবন থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ দুলাভাই বাহিনীর দুজন আটক


 সাতক্ষীরা প্রতিনিধি:সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় পৃথক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ২টায় কৈখালীর ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মামুন কয়ালকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, পরে পুঁতে রাখা একটি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

অন্যদিকে, কয়রার খাশিটানা খাল এলাকায় গত শনিবার রাতে দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযানে গুলি বিনিময়ের পর মঙ্গলবার ভোরে মো. সোলায়মান (৫০) নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্দুক, গুলি, চকলেট বোমা, দেশীয় অস্ত্র, ওয়াকি টকি ও গাঁজা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালান এবং দস্যু কার্যক্রমে জড়িত ছিল। সুন্দরবন দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন