নিজস্ব প্রতিবেদ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি লিটন আকতারকে ৫ শত পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ওসি নাজমুল হক সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লিটন আকতারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারের খবর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Tags
দেওয়ানগঞ্জ
