নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মোঃ ইসরাইল হোসেন-এর বিদায় উপলক্ষে জেলা জামায়াতের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে “৩৬ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান : ২০২৪” বইটি উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সদর উপজেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, ছাত্রশিবির জেলা সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, মৌলভীবাজার পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ এবং ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি কাজি দাইয়ান আহমেদ প্রমুখ।
এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও জেলা প্রশাসককে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক সেবার অগ্রগতি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
