দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

 


ভুক্তভোগীরা বলছে, টাকা দিলেও মিলছে না সমাধান

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ (জামালপুর) :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মিস কেস করাসহ বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তবু সমাধান না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় কয়েকজন অভিযোগকারী জানান, মিস কেস করার জন্য ভূমি অফিসের সার্ভেয়ার রিয়াদুর রহমান তাদের কাছ থেকে দাবি অনুযায়ী মোটা অংকের টাকা নিয়েছেন। টাকা নেওয়ার পর মাসের পর মাস ঘুরিয়ে রাখা হলেও কোনো সমাধান দিচ্ছেন না। এক ভুক্তভোগী বলেন,টাকা দেওয়ার পরও কাজ হচ্ছে না। উল্টো বারবার অফিসে ডাকছেন, কিন্তু সমস্যার সমাধান দিচ্ছেন না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান,আমিও সার্ভেয়ারের কর্মকাণ্ডে ভুক্তভোগী হয়ে আছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি অফিসের সেবায় এ ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন