এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলার মহাদেবপুর সদরে হোন্ডা কোম্পানির সাইন ১০০ মডেলের নতুন মোটরসাইকেলের উম্মুচন করা হয়েছে।
রবিবার (১৬নভেম্বর) রাজশাহী জোন এরিয়া ম্যানেজার মোঃ আবু হাসানের উপস্থাপনায় মহাদেবপুর এল এম মটরস্ সো-রুমের প্রোপাইটার মোঃ আব্দুল লতিফ ও মোঃ লিয়াকত হোসেন নিজামের আয়োজনে মহাদেবপুর শহরের হসপিটাল রোডে সো-রুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.জুনায়েদ শাহারিয়ার,মাসুম সরদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ হোন্ডা কোম্পানির মোটরসাইকেল ব্যাবহৃত ক্রেতারা।
সেখানে মহাদেবপুর এল এম মটরস্ সো-রুমের ম্যানেজার প্রিতম ক্রেতাদের নতুন ভাবে আসা এই সাইন ১০০ মোটরসাইকেলটির নতুন এবং আলাদা সংযোজনের সকল কিছু বুঝিয়ে দেন। এই মোটরসাইকেলটি লিটারে ৬০ থেকে ৬৪ কিলোমিটারের বেশি মাইলেস দিয়ে থাকে বলে তিনি জানান। সবশেষে অনুষ্ঠানে কেক কেটে সাইন ১০০ মোটরসাইকেলটি সবার জন্য উম্মুচন করেন। জমকালো এই অনুষ্ঠানের মধ্যে ৩জন ক্রেতাদের তাদের পছন্দের সাইন ১০০ মডেলের মোটরসাইকেলের চাবি হাতে তুলে দেওয়া হয়।
