মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপি চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল খায়ের এস আই মো: নজরুল ইসলাম, এস আই মো: কাউসার, এস আই জয় বনিক, এস আই গোলাম সরোয়ার, এ এস আই মো: কামাল হোসেন, এ এস আই আবদুল হান্নান, এ এস আই মো: ফারুক মোল্লা সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক মাদক বিরোধী ও অপরাধ দমন অভিযান চালিয়ে গত অক্টোর মাসে মোট ১শ ০২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের মধ্যে বিভিন্ন মামলায় ১২ জন, গ্রেফতারী পরোয়ানায় ৪০জন এবং ডিএমপি আইনে ৫০জন কে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট কর্ম কর্তা এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের সহ কারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান।
Tags
ঢাকা
