![]() |
| ছবি উপস্থাপনায় : মোঃ ইমাম হোসেন |
বিশেষ প্রতিবেদক : গত ১৯ নভেম্বর সুপ্রীম কোর্ট বার অডিটরিয়মে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়ীয়া ফোরাম আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লা হিল আজমীরকে সম্মননা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুল বাতেনসহ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়ীয়া ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, পীরজাদা সৈয়দ গোলাম কবির, সহ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, এমএনএইচ খাদেম দুলাল, মোঃ মোবারক হোসেন আকন, মোঃ জুনাইদ হাসান, এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, দৈনিক ভোরের পাতার উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন বিপ্লব, ডাকসুর নির্বাচিত এফ রহমান হলের সাহিত্য সম্পাদক মোঃ আমির হামজা বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নির্বাচিত সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম কবির সাঈদী, মোঃ আমির হোসেন ও দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক, ডেইলি নিউজ বিডি অনলাইন এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশ লেখক- সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও আজকাল গ্রন্থের লেখক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) সহ ব্রাহ্মণবাড়ীয়া ফোরামের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
