ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলায় এক কিশোরী প্রেমিকা গুগল ম্যাপ অনুসরণ করে সরাসরি প্রেমিকের বাড়িতে হাজির হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকার আগমনের খবর পেয়ে প্রেমিক তুষার ঘরে না থাকায় আরও রহস্য তৈরি হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা চরের বাড়ি এলাকায় গিয়ে জানা যায় ঢাকা গাজীপুরের শ্রীপুর পুরান বাজার এলাকার ১৪ বছর বয়সী হাবিবা আক্তার বুধবার সকালে গুগল ম্যাপের মাধ্যমে পথ নির্দেশনা অনুসরণ করে প্রেমিক তুষারের বাড়িতে চলে আসেন। হাবিবা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ওই এলাকার মৃত হাবিবুল্লাহর একমাত্র সন্তান। তার মায়ের নাম তাসলিমা আক্তার।
অন্যদিকে তুষার স্থানীয়ভাবে একটি পোল্ট্রি ফার্মে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তার বাবা শফিক বাবুচি ও বোন তিশা আক্তার জানান—টিকটক ও ফেসবুকের মাধ্যমে তুষার ও হাবিবার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। হাবিবা বাড়িতে পৌঁছালে তারা পরিস্থিতি সামাল দিতে আপাতত তাকে রাখেন।
তুষারের বোন তিশা বলেন,আমি নিজেও ১৩ বছর বয়সে প্রেম করে পালিয়ে বিয়ে করেছি। তাই বিষয়টিকে অস্বাভাবিক মনে হয়নি।
প্রেমিকা হাবিবা বলেন,তুষারের সঙ্গে ফেসবুক–টিকটকে পরিচয়। তাকে বিয়ে করার উদ্দেশ্যেই গুগল ম্যাপ দেখে এখানে এসেছি। তুষার ছাড়া বাড়িতে ফিরব না।
ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা এবাদুল, আবুল হোসেনসহ কয়েকজন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
