ভয়াবহ ভূ‌মিকম্পে কেঁপে উঠল বাংলা‌দেশ



মো. সাইদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাত্র ক‌য়েক সে‌কে‌ন্ডের জন‌্য ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন ভূমিকম্পের প্রতক্ষ্য ও পরক্ষ্য স্বাক্ষী হলো দেশের মানুষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে জানা গে‌ছে। এর কেন্দ্রস্থল নর‌সিংদীর ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। 

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

এরই ম‌ধ্যে অ‌নেক ফেসবুক ব‌্যবহারকারী পোস্ট ক‌রে লি‌খে‌ছেন, "বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন ভূমিকম্পের প্রতক্ষ্য ও পরক্ষ্য স্বাক্ষী হলো বাংলাদেশের মানুষ।" আরেকজন লি‌খে‌ছেন, "বাংলা‌দে‌শের ইতিহা‌সে ভয়াবহ ভূ‌মিকম্প অনুভূত!"

মিতু আফ‌রিন না‌মের তরুণী তার আইডি‌তে লি‌খে‌ছেন, "ভূমিকম্পের মৃত্যু থেকে বাঁচলাম।বিল্ডিংটা দোলনার মত দুলতেছিল!" হিরা সিকদার না‌মের আরেক তরুণী লি‌খে‌ছেন, "এতো ভয়ঙ্কর ভূমিকম্প কখনও দেখিনি। আমার এখনো হাত-পা কাপতেছে!"

মাকসুদুল হাসান রা‌হুল না‌মের এক যুবক লি‌খে‌ছেন, "এত ভয়াবহ ভূমিকম্প কোনোদিন টের পাই নি! লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন!"

আরেকজন লি‌খে‌ছেন, "আল্লাহকে আমরা ভুলে গেছি আল্লাহ যে বিরাজমান, কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলো সমগ্র বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে হেফাজত করুন।"

এদি‌কে, গোটা কলকাতার মানুষ ভূমিকম্প অনুভূত ক‌রে‌ছে ব‌লে জানা গে‌ছে। প্রায় ১৭ সেকেন্ড ধ‌রে চ‌লে এ ভূ‌মিকম্পের অনুভূত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন