নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। শ্রীমঙ্গলের দ্বারিকাপাল মহিলা কলেজ চত্বরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় একটি আহত বনবিড়াল (Leopard Cat) স্থানীয়দের চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কিছুর আঘাতে প্রাণীটির পায়ে মারাত্মক জখম হয় এবং সে চলাচলে অক্ষম হয়ে পড়ে।
ঘটনা জানাজানি হলে কলেজের অধ্যক্ষ সুচিত্রা ধর দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে বনবিড়ালটিকে উদ্ধার করেন। তাঁরা জানান, প্রাণীটি হাঁটার মতো অবস্থায় ছিল না এবং পায়ের আঘাত ছিল বেশ গুরুতর।
উদ্ধারের পর আহত বনবিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তা শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বনবিড়াল বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত একটি প্রজাতি। প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় জনবসতিপূর্ণ এলাকাতেও এদের উপস্থিতি এখন প্রায়ই দেখা যায়।
