ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাকের ধাক্কা


অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরবেলায় মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের আইল্যান্ডে উঠে দুর্ঘটনায় পড়ে। হঠাৎ করে স্টিয়ারিং লক হয়ে গেলে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও সহকারী অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পান। স্থানীয়রা জানান, ভোরের দিকে রাস্তা ফাঁকা থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। তবে দুর্ঘটনার কারণে ওই সময় লিংক রোডে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ট্রাকটি চট্টগ্রাম দিক থেকে ঢাকার মাছ আড়তে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। সড়কটি বাকা হওয়ায় এবং গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন