শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়ন জামায়াত কার্যালয়ের উদ্বোধন ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহজাহানপুর শিববাড়ি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬নং আশিদ্রোন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শিববাড়ি বাজারে জামায়াতের এক নির্বাচনী জনসভাও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিদ্রোন ইউনিয়ন জামায়াতের সভাপতি মনির মিয়া এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মুমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি তারেক মাহফুজ, উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের সভাপতি ও উপজেলা শূরা সদস্য মাওলানা মোঃ হাসমত আলী, পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোঃ ছালিক মিয়া, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জালাল আহমদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সফিজ উদ্দিন, ২নং ভূনবীর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বুলবুল, আশিদ্রোন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এম এ করিম, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জয়নুল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এডভোকেট মুহাম্মদ আব্দুর রব তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে একটি উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে এ দেশ সত্যিকার অর্থে এগিয়ে যাবে।

”তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “এই দুই উপজেলাই মৌলভীবাজার জেলার অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, পর্যটন খাতকে শক্তিশালী করা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করা—এসব বিষয় আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে শান্তি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের আদর্শ এলাকায় পরিণত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যেতে চাই। দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হলে প্রয়োজন আল্লাহভীরু, সৎ, দেশপ্রেমিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব।”

ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই এলাকার উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের কাজ আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে নিতে চাই। আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার শক্তি। ইনশাআল্লাহ আপনারা আমাকে সুযোগ দিলে শ্রীমঙ্গল–কমলগঞ্জের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবো।”

বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনসভায় বাজারের ব্যবসায়ীসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন