নওগাঁয় "রুপালী বাংলাদেশ" পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এ.বি.এম.হাবিব-

গত বছরের এই দিনে মুক্ত চিন্তার দুরুন্ত প্রকাশ স্লোগানকে ধারণ করে শুভযাত্রা শুরু করে ‘দৈনিক রুপালী বাংলাদেশ’ পত্রিকাটি। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় পার্ক ভিউ রেষ্টুরেন্টের হল রুমে আলোচনা সভা কেক কাটা এবং র‌্যালীর মধ্য দিয়ে যথাযোগ্য ভাবে পালিত হয় প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ।

অনুষ্ঠানে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারড.আলাউদ্দিন।

 এছাড়াও উপস্থিত ছিলেন দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান ও কথা সাহিত্যিক রবিউল করিম,নওগাঁ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিবেদক শফিক ছোটন, বাংলা টিভির প্রতিনিধি ও কবি আশরাফুল নয়ন, ডিবিসির প্রতিনিধি একে সাজু, সাংবাদিক এ.বি.এম.হাবিবুর রহমানসহ সাংবাদিক আব্দুল মান্নান, রুবেল, আব্বাস আলীসহ আরো অনেকে।

জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার প্রতিনিধি রিফাত হোসন সবুজের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক রুপালী বাংদেশের জেলা প্রতিনিধি এন আর খোরশেদ আলম রাজু। আলোচনা সভায় সকল বক্তা দৈনিক রুপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং প্রধান অতিথির বলেন,বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রিন্ট পত্রিকার পাঠক খুবই স্বল্প তারপরেও প্রিন্ট পত্রিকার ইতিহাস সুদির্ঘকালের। তবে দৈনিক রুপালী বাংলাদেশ এক বছরের মাঝে জাতীয়,ইতিহাস ঐতিহ্য সহ তৃনমূলের খবর প্রকাশে অনন্য ভুমিকা পালন করছে। আমি আশাবাদী দৈনিক রুপালী বাংলাদেশ সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করবে।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক রুপালী বাংলাদেশের ধামুইর হাট প্রতিনিধি মুমিনুল ইসলাম,বদলগাছী প্রতিনিধি মিঠু হাসান,মান্দা প্রতিনিধি তুহিন এবং রাণীনগর প্রতিনিধি মনোরঞ্জন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন