নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু গুরুতর আহত-২



এসএম মিরাজ হোসাইন টিপুঃ

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। একইসাথে কাজ করাকালীন সময়ে তার দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলে জানা গেছে। 

বুধবার সকাল ১১ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের  ৬নং ওয়ার্ডস্থ সুমিল পাড়া মুনলাইট চৌরাস্তা সংলগ্ন মৃত জামাল উদ্দিন মোল্লার বাড়ির পাশে রেললাইন নতুন রাস্তার উপরে বিদ্যুতের ট্রান্সমিটারের লাইনে কাজ করাকালীন অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের নাম, আব্দুর রাজ্জাক এবং আব্দুল করিম বলে জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে দূর্ঘটনায় মৃত ও আহতদের নাম ব্যতিত বিস্তারিত জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ শাখার নিয়োগ কৃত স্থানীয় ঠিকাদার, আব্দুল রহমানের হয়ে নাসিক ৬ নং ওয়ার্ডস্থ সুমিল পাড়া মুনলাইট চৌরাস্তা সংলগ্ন মৃত জামাল উদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশে রেললাইন নতুন রাস্তার ইপরে থাকা একটি ট্রান্সফর্মায় ১২-১৩ জন বিদ্যুৎ শ্রমিকের বৈদ্যুতিক একটি টিম ট্রান্সফর্মার কাজ করছিলো।

কাজ করাকালীন অবস্থায় বিদ্যুতের লাইন বন্ধ থাকলেও পূনরায় আচমকা লাইন চালু হয়ে গেলে নজরুল ইসলামের দুই সহকর্মী শর্ক খেয়ে ট্রান্সফরমার উপর থেকে পরে গিয়ে গুরুতর ভাবে আহত হন এবং  নজরুল ইসলাম ট্রান্সফরমার উপরেই তারের সাথে শর্ক খাওয়া অবস্থায় ঝুলতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ শাখার ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে মৃত নজরুলকে ট্রান্সফরমার উপর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে আহতদের আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা জরুরী চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।  সেখানে নজরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষ অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উক্ত ঘটনার বিষয়টি নিয়ে আমি ও আমার পুলিশ তৎপর রয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন