শ্রীমঙ্গলে আহত উলটোলেজি বানর উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। শ্রীমঙ্গলের রাধানগর গ্রামে অবস্থিত একটি রিসোর্টের পাশে আহত অবস্থায় একটি বানর দেখা যায়। আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২.৩০ ঘটিকায় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে অবগত করেন।

সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বানরের পরিচয় নিশ্চিত করেন। এটি একটি উলটোলেজি বানর (সিংহ বানর), যা বাংলাদেশে দুর্লভ ও বিপন্ন এবং বিশ্বে সংকটাপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বানরটি অন্য বানরের সঙ্গে সংঘর্ষ বা কোনো দুর্ঘটনার ফলে আহত হয়েছে। উদ্ধার শেষে তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, এই প্রজাতির সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন