দি কিলার চলচ্চিত্রে শিলা চরিত্রে মান্নাত


মো. সাইদুল ইসলাম :  
এবার সাইফ চন্দনের পরিচালনায় দি কিলার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এঞ্জেলিনা জাস মান্নাত। 

মডেলিং দিয়ে পথচলা শুরু হয়েছিল এঞ্জেলিনা জাস মান্নাতের। তবে বর্তমানে সমান তালে কাজ করছেন টিভি নাটকে। 

সম্প্রতি তিনি কাজ শুরু করছেন সাইফ চন্দনের পরিচালনায় দি কিলার চলচ্চিত্রে।  

মান্নাত বলেন, দি কিলার চলচ্চিত্রে আমি শিলা চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমার খুবই পছন্দ হয়েছে।  

কাজ প্রসঙ্গে মান্নাত বলেন আমি আমার চরিত্রটি ভালো করে ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব । আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। টিমের সদস্যদেরও ভালো লেগেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন, যেন ভালো অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন