কোতয়ালীতে বৈদ্যুতিক চুরাই তারসহ ৯ জন গ্রেফতার


বিশেষ প্রতিবেদক : ডিএমপি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে থানাধীন মিডফোর্ড হাসপাতালের ছাত্রাবাসের মূল ফটকের সামনে রাস্তা থেকে ৪০ হাজার টাকার তামার বৈদ্যুতিক তারসহ ৯ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাকিব হোসেন (২৮), ২। মোঃ আসিক হোসেন (২৪), ৩।  আবি আবদুল্লা (২০) ৪। মোঃ ইসমাইল হোসেন (১৯) ৫। মোঃ মঞ্জ (৩০) ৬। মোঃ কবির পাটুয়ারী (৩৫) ৭। মোঃ আক্তার হোসেন (২১) ৮। মোঃ সুমন হোসেন (২৯) ৯। মোঃ সবুজ (৩৭)।

এ ব্যপারে মামলা নং-১২(১১) ২০২৫ ইং, ধারা-৩৭৯ দায়ের করা হয়েছে। ডিএমপি কোতয়ালী থানার এসআই মোঃ ওসমান গনি মামলাটির পুলিশি তদন্ত করছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নবঅভিযান এর সহকারী সম্পাদক ও ডেইলী নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন