ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির উত্তর বিভাগের মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসিতে ও ট্রাফিক-মতিঝিল বিভাগের পরিত্রান তালুকদারকে ট্রাফিক-মিরপুর বিভাগে।

এছাড়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ট্রাফিক-মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে ট্রাফিক-মতিঝিল বিভাগে এবং ট্রাফিক-অ্যাডমিননের শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন