নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সিটি পল্লীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর বিশেষ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোস্তফা, তার পিতা মোতালেব মায়ের নাম বানেছা খাতুন। ধৃত ব্যক্তি স্থানীয় চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী রেখার আপন ভাই। মুগদা থানার মদিনাবাগ এলাকায় বসবাস করে গ্রেফতারকৃত মোস্তফা।
শুক্রবার (১৪ নভেম্বর) র্যাব-১০ সূত্রে তথ্যটি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অস্ত্র বাজি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত থেকে মোস্তফা এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল। তার বোন রেখা ধলপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০ টির অধিক মাদকের মামলা রয়েছে। এর আগে গ্রেফতার হয়ে ছয় বছর কারা ভোগ করার পর জামিনে এসে আবারো এলাকায় মাদক ব্যবসায় সক্রিয় হয়েছে রেখা ও তার ভাই মোস্তফা। শুক্রবার স্থানীয় এক ব্যক্তিকে অস্ত্র উচিয়ে গুলি করার সময় মিস ফায়ার হয়। পরবর্তীতে আশপাশের উত্তেজিত জনতা তাকে আটক করে।এলাকাবাসীর হাতে অস্ত্র সহ আটক হলে খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানিক টিম সেখানে গিয়ে অস্ত্র গুলিসহ মোস্তফাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
