বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর ডেমরার মহাকাশ রোডে সেনাবাহিনীর অভিযানে ভেজাল সার ও কীটনাশক ফ্যাক্টরি থেকে ১০ লাখ টাকার অবৈধ সার ও কীটনাশক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
উল্লেখ্য ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এ আর হানিফ, নন্দিত টিভির স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ, মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক শরীফ আহমেদ, আওয়ার বাংলাদেশের পত্রিকার সাংবাদিক, আসাদ, প্রেজেন্ট টাইমস পত্রিকার সাংবাদিক আজাদ সংবাদ সংগ্রহের জন্য ওই অবৈধ ফ্যাক্টরিতে গেলে, ফ্যাক্টরির ম্যানেজার সন্ত্রাসী বাহিনী দ্বারা সাংবাদিকদের উপর হামলা করার চেষ্টা করে।
নন্দিত টিভির স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ এ বিষয়ে ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি সেনাবাহিনীর টিম নিয়ে ঐ কারখানায় অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনীর অভিযানে ঐ কারখানা থেকে ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ নকল সার ও কীটনাশক জব্দ করা হয়।
কারখানাটির ম্যানেজার সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে, এবিষয়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন, এই কারখানা থেকে আর্জেন্টিনা ও চীনের উৎপাদিত নকল সার ও কীটনাশকের লেবেল লাগিয়ে তা বাজারজাত করা হতো।
এই সার ও কীটনাশক মানব দেহের জন্য হুমকি স্বরূপ, সাধারণ কৃষক এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির উর্বর শক্তি কমে যাচ্ছে। তিনি আরোও বলেন জব্দকৃত এসব অবৈধ পণ্য ডেমরা থানায় হস্তান্তর করা হবে।
কারখানাটির মালিক যদি সঠিক কাগজপত্র দেখাতে না পারে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি সফল এ অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
