রাজবাড়ীতে জামায়াতে ইসলামী জেলা শাখা কর্তৃক পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল


মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা কর্তৃক পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে কেলা শহরের বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের পুর্বেই গণভোটের আয়োজনের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি শহরের আজাদী ময়দান থেকে শুরু হয়ে বড়পুল মোড় প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। 

এসময় বিক্ষোভ মিছিলে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান, জেলা সুরা ও কর্মপরিশোধ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম রাজবাড়ী পৌর শাখা ডাঃ মোঃ হাফিজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সৈয়দ আহম্মদ খান, রাজবাড়ী সদর উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মামুনুল ইসলাম'সহ দলের অন্যান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন