দিনাজপুরের বীরগঞ্জে বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। দামে সাশ্রয়ী হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে দুই ধরনের নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে- পাতাসহ এবং মুড়িকাটা। বীরগঞ্জ পৌর বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হক বলেন, ‘পাতাসহ পেঁয়াজ আমরা আঁটি হিসেবে বিক্রি করি।
পাতাসহ এক আঁটির ওজন আধা কেজির মতো। খুচরা বাজারে প্রতিআঁটি বিক্রি হচ্ছে ২৫ টাকা, আর আড়তে পাইকারি কেনা হচ্ছে প্রতিআঁটি ২০ টাকায় ‘ তিনি জানান, নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ওজন অনুযায়ী। মুড়ি কাটা এই নতুন পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকা, আর পাইকারিতে আড়তে কেনা হচ্ছে প্রতিকেজি ৯০ টাকায়। তবে সরবরাহ বাড়লে দাম আরো কমতে পারে।
এদিকে, পুরনো পেঁয়াজের বাজার এখনো চড়া। খুচরা বাজারে প্রতিকেজি ১৪০ টাকা, আর পাইকারিতে প্রতিকেজি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে পুরনো পেঁয়াজ।
সাশ্রয়ী দামের কারণে নতুন পেঁয়াজের দিকে ঝুঁকছেন বেশি ক্রেতা। পৌর বাজারে সবজি কিনতে আসা সারোয়ার জাহান বলেন, পুরনো পেঁয়াজের দাম বেশি।
তাই আধাকেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ ৫০ টাকা দিয়ে নিলাম। কারণ দামে সাশ্রয়ী।
আরেক ক্রেতা সেলিম রানা বলেন, ‘পাতাসহ এক আঁটি পেঁয়াজ ২৫ টাকায় কিনেছি। পেঁয়াজ আর পাতা-দুটোই তরকারিতে ব্যবহার করা যায়। তাই এই পেঁয়াজই এখন বেশি লাভজনক।
