নড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়



নড়াইল প্রতিনিধি : নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. আবদুল ছালাম নড়াইলের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন, গণকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার কথা তুলে ধরেন। নড়াইলের উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতায় কাজ করার কথা বলেন নবাগত জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সিনিয়র সহকারী কমিশনার রফিকুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাভলু, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা আইনজীবী  সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ গণমাধ্যমকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন