ঝিনাইদহে শিশু সাবা হত্যা বিচারের দাবীতে লাশ নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ শহরের পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবীতে লাশ নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসী। সেসময় বিক্ষোভকারীরা সাবা হত্যায় জড়িত প্রতিবেশী শান্তনা খাতুনের ফাঁসির দাবী জানান। সড়ক অবরোধের কারণে দু’পাশে গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে

সড়কে চলাচলকারীরা। বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী চলে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশ তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

বুধবার সকালে শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। পরে রাত ১০ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় শান্তনা খাতুনকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন