গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষ করে কৃষকেরা আনন্দিত হয়েছে । সীমান্তবর্তী এই উপজেলায় ৭ টি ইউনিয়নের প্রায় সকল জায়গায় কমবেশি সবজি চাষ হয়ে থাকে । এর মধ্যে উপজেলার, সন্ধ্যাকুড়া, ফাকরাবাদ, ভারুয়া, বনগাও, তিনআনী, টেংরাখালী, বনকালী, পাগলারমুখ নকশি সহ অন্যান্য এলাকায় শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে । শীত মৌসুমের শুরুতে যে সকল সবজি বাজারে আশা শুরু করেছে এর মধ্যে জালিকুমড়া, মিষ্টিলাউ, চিচিংগা, ফুলকপি,পাতাকপি, সিম, আলু, লাউ, বরবটি, বেগুন ও করলা সহ অন্যান্য শাকসবজি দেদারছে বিক্রি ও আমদানী হচ্ছে । বনগাও, টেংরাখালী ও সন্ধ্যাকুড়া সবজির জন্যে বিখ্যাত । প্রতিদিন সকালে পাইকাররা সবজি ক্রয় করার জন্যে ভিড় করে । কৃষকরাও ন্যায্য মূল্য পেয়ে বেজায় খুশি হয়েছে । এখান থেকে সবজি ক্রয় করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা ও বিদেশে রপ্তানি করা হচ্ছে । সবজি চাষিরা জানায়, ধানের চেয়ে এবার সবজি চাষে ভালো লাভ হচ্ছে কৃষকের । আগাম সিম চাষ করে এবার ভালো লাভবান হয়েছে অনেক কৃষক। বাজারে সবজির ন্যায্য মূল্য পেয়ে কৃষকরা অত্যান্ত খুশি ।
এ উপজেলার ২/৩টি ইউনিয়নে প্রচুর সবজির চাষ হয় । স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গায় ও বিদেশে রপ্তানী করা হয় এ সবজি । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুললে এই এলাকা সবজির উপজেলা হিসাবে আখ্যায়িত হবে । উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন জানায়, আমরা সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুলার জন্যে মাঠ পর্যায়ে এ দপ্তরে নিয়োজিত লোকবল কাজ করে যাচ্ছে । আগামীতে সবজি চাষে কৃষকের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছি । কৃষকের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে । প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকায় এবার সবজি চাষ ভালো হয়েছে বলে জানান ।
